দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে
- আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ফেনীর পরশুরামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরু জ্জামান ভুট্টোর বিরুদ্ধে। ঘটনায় চেয়ারম্যান ভুট্টুসহ মামলার ৬ আসামী পলাতক রয়েছে।
নিহত শাহীন চৌধুরীর স্ত্রী ফিরোজা বেগম জানান, তার স্বামী শাহীন স্থানীয় বাবুল কনট্রাকটরের দোকানে চাকরি করতেন। সেখান থেকে ৭ লাখ টাকার হার্ডওয়্যার জাতীয় মালামাল বাকিতে কেনেন হাসেম নামে এক ব্যক্তি। হাসেম চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর একজন সহযোগী। বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের সাথে দেখা হলে তার কাছে টাকা চাইলে হাসেম ভুট্টো চেয়ারম্যানকে ডেকে আনে। এ সময় হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা এলোপাতাড়িভাবে পিটিয়ে শাহীনকে গুরুতর আহত করে। ভুট্টো চেয়ারম্যান নিজ হাতে পিটিয়ে শাহীনকে আহত করে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে, আহত শাহীনকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।