পুলিশি বাধার মধ্যেও দেশের ৭ জেলায় সমাবেশ করেছে বিএনপি
- আপডেট সময় : ০৮:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে পুলিশি বাধার মধ্যও দেশের ৭ জেলায় সমাবেশ করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশ করেছে বিএনপির। একযোগে গাজীপুর, জামালপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নোয়াখালী, ভালোসহ দেশের ৬জেলায় সমাবেশ করে দলটি। গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহত্তর আন্দোলনের জন্য নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
খালেদা জিয়ার মুক্তি কামনা ও চিকিৎসার জন্য বিদেশে গমনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ আরো অনেকে। এ সময় বক্তারা অনতিবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
একই দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মাইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে আসার সময় পুলিশী বাঁধার মুখে পড়েন।