নির্বাচন কমিশন গঠনে সরকার সংলাপের নামে নাটক করছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার সংলাপের নামে নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্বাচন কমিশন গঠন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুরে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এ দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার দুপুরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেডিয়ামে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
সমাবেশে স্থানীয় নেতারা অভিযোগ করেন, গাজীপুরে বিএনপি যাতে এই সমাবেশ করতে না পারে- সেজন্য বৃহস্পতিবার থেকেই নানাভাবে বাধা দিতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন তারা।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার সংলাপের নামে দেশের মানুষের সঙ্গে নাটক করছে। সরকারকে পদত্যাগ করেই নির্বাচন কমিশন গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
শুধু রেলি-সমাবেশ করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না উল্লেখ করে শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানান জেলার নেতারা।