ঝিনাইদহ, গাইবান্ধা ও ভোলায় নির্বাচনী প্রচারণায় হামলা
- আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, গাইবান্ধা ও ভোলায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় আহত হয় অনেকেই।
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসময় ৯টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হয়েছে অন্তত ৬ জন। রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গেলরাতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ঘরবাড়ী ও দোকানে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে রাতে ওই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থক গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ৪ ঘণ্টা অবরোধের রাখে।
ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন সহ ১৫ জন আহত হয়েছে। সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন একটি জানাজা অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।
এদিকে, ময়মনসিংহের গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা, মামলা, ভাংচুর ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।