ওমিক্রন সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট সময় : ০৯:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, নতুন ধরণ এর মধ্যে ফ্যাশনেবল মাস্ক নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তারা দ্রুততার সঙ্গে মাস্কের উৎপাদন বৃদ্ধি, মাস্ক কেনা ও মাস্ক বিতরণ করার জন্য সদস্যদেশগুলোর কাছে সুপারিশ করেছে। বুধবার নিজেদের ওয়েবসাইটে এই সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এদিকে রঙিন, ফ্যাশনেবল এবং পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের সব ধরনের মাস্ক ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নয় বলে সতর্ক করেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের অধ্যাপক ট্রিশ গ্রিনহালঘ। একাধিক উপকরণের মিশ্রণে তৈরি দুই বা তিন স্তরের মাস্কগুলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হতে পারে। বেশির ভাগ কাপড়ের মাস্ক কেবলই ‘ফ্যাশনের জিনিস’।