আইপিএলের মেগা নিলামের সূচি নিশ্চিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের মেগা নিলামের সূচি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগামী বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারের টুর্নামেন্টে নতুন দুই দল যুক্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সবকিছু ঠিক থাকলে আহমেদাবাদ আর লক্ষ্মৌ হতে যাচ্ছে নতুন দুই দল। দল চূড়ান্ত হবার ড্রাফট তালিকা থেকে তিনজন করে ক্রিকেটার বেছে নেবার পর জানুয়ারির মাঝামাঝিতে পূর্ণ তালিকা প্রকাশ করবে বিসিসিআই। পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো নতুন দুই ফ্র্যাঞ্চাইজিও খরচ করতে পারবে সর্বোচ্চ ৯০ কোটি রুপি। ম্যাচ ও নিলাম পরিকল্পনা মাফিক হবে। ২০২২ সালে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫তম আসর।