যুক্তরাষ্ট্রে হস্তান্তর আদেশের বিরুদ্ধে আপিল অ্যাসাঞ্জের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আদেশ ঠেকাতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।বৃহস্পতিবার ব্রিটিশ আদালতে এ আবেদন করেন তিনি।
চলতি মাসেই যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আদেশ দেন। ২০১০ সালে ইরাক-আফগানিস্তান যুদ্ধের নথি প্রকাশের কারণে তাঁর বিরুদ্ধে ১৮টি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ আদালতে করা আপিল না টিকলে শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে আছে। চলিত মাসে অ্যাসাঞ্জের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এতে তাঁর ডান চোখের পাতায় সমস্যার পাশাপাশি স্মৃতিশক্তির সমস্যা এবং স্নায়বিক ক্ষতি হয়েছে।