আগামীকাল সারাদেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আগামীকাল সারাদেশে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮৪২ ইউনিয়নের নির্বাচনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ প্রার্থী।
কুড়িগ্রামের তিন উপজেলার ২১ ইউনিয়নের নির্বাচনী সামগ্রী বিতরণ চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট, সিল, প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন-শৃংখলা বাহিনী মোতায়েনসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে এক’শ ৪৪ জন, সাধারণ সদস্য পদে নয়’শ এক জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে তিন’শ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালপুরের সরিষাবাড়ি,মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মোট ১৮৩টি ভোট কেন্দ্রের এক হাজার ৬৭টি ভোট কক্ষের জন্য এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এতে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স,অমোচনীয় কালী,ব্যালট পেপার।