মাঝ নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালাল শেখের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে মাঝ নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালাল শেখের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে, ইঞ্জিনের ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল। তৃতীয় দিনে চলছে উদ্ধার কাজ। ছবি হাতে নিখোঁজদের অপেক্ষায় স্বজনদের হাহাকার।
ফিটনেস ঠিক থাকলেও লঞ্চটিতে প্রাথমিক ত্রুটি খুঁজে পেয়েছেন সাত সদস্যের তদন্ত দল। প্রথম শ্রেণির মাস্টার থাকলেও দু’জন মাস্টার ছিলেন দ্বিতীয় শ্রেণির। তৃতীয় দিনে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং কোস্ট গার্ডের টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত কাজ করবে। তবে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি। নিখোঁজদের সন্ধানে ছবি হাতে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। সদর থানা পুলিশ কন্ট্রোল রুমে নিখোঁজের স্বজনদের অভিযোগে ৪৭ জনের নামের তালিকা প্রস্তুত করেছে। এদিকে মামলার বাদী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ জানান, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফেলতি সুষ্পষ্ট।