সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি টাকা। এ সময় চার জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
সিলেট বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টায় বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসে চোরাচালান চক্র। শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মোহাম্মদ আল-আমিন জানান, চলাফেরা সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তারা।