সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত গাঙ্গুলিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার দু’দফা পরীক্ষায় সৌরভের করোনার রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিবারের অন্য সদস্যরা নেগেটিভ সবাই। কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ। করোনা আক্রান্ত হলেও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়ে চিকিৎসক। এর আগে, চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি। বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।