বঙ্গবন্ধুর মূল হত্যাকারীর মুখোশ উন্মোচন শিগগিরই: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারীর মুখোশ শিগগিরই উন্মোচন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান এই হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। মুখে গণতন্ত্রের কথা বলে বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত আসামীকে আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, ‘Bangabandhu and the judiciary’ শীর্ষক মুজিব স্মারকগ্রন্থ এবং ‘ন্যায় কন্ঠ’ নামের মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত তথ্যচিত্র।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কারিগরদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি।
মুখে ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের কথা বললেও যুক্তরাষ্ট্র খুনীদের আশ্রয় দেয় বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
আদালতের রায়, ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।
সুশাসন নিশ্চিতে সরকারের নেয়া নানা পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।