বৃহস্পতিবার যুব এশিয়া কাপের দুই সেমিফাইনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার যুব এশিয়া কাপের দুই সেমিফাইনাল। দিনের দ্বিতীয় সেফিফাইনালের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচ। একই সময় প্রথম সেমিতে শ্রীলংকার প্রতিপক্ষ পাকিস্তান।
আসরে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রেখেছে টাইগার যুবারা। গ্রুপ পর্বের ম্যাচে নেপাল ও কুয়েতকে হারিয়ে উড়ছে বাংলাদেশ। আম্পায়ার করোনা পজিটিভ হওয়ায় শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ পরিত্যক্ত হয় বাংলাদেশের। জয়ের ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিতের মিশনে এবার মাঠে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা। ভারতের সঙ্গে শেষ পাঁচ বারের দেখায় বাংলাদেশের অবস্থান সমানে সমান। দুটি করে জয় দু’দলের। অপর ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দলে ইনজুরি সমস্যা না থাকা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নাবে বাংলাদেশ। অন্যদিকে এ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।