সংসদ নির্বাচনের তিন বছর পুর্তিকে ‘কালো দিবস’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করছে বিএনপি
- আপডেট সময় : ০১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পুর্তিকে ‘কালো দিবস’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করছে বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন-সমাবেশ শুরু হয়েছে।
এর আগে সকাল ৯টা থেকেই দলীয় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। ইতোমধ্যে সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন।বিএনপি নেতাকর্মীরা বলছেন, ২০১৮সালের ৩০ডিসেম্বরের আগের রাতে ভোট কারচুপি করে সরকার জোর করে ক্ষমতায় বসে গেছে। যেহেতু এই ৩০ডিসেম্বর ভোট চুরি করা হয়েছিল সেজন্য এই দিনটিকে তারা কালো দিবস হিসেবে পালন করছে। সমাবেশে খালেদা জিয়ার মুক্তি চেয়ে নানা রকমের ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। মানবন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।