ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাসা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে করেন সবুজ কাজী ও রেজাউল করিম ভাষাই। নির্বাচনে রেজাউল করিম ভাষাই বিজয়ী হন। এই নিয়ে সাবেক চেয়ারম্যান সবুজ কাজী ও নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই-এর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরই জেরে কমলাপুর এলাকায় উভয়পক্ষের কর্মী-সমথর্কদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশ্বস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।