সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে।এদিকে, একই ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজন মারা গেছেন আজ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ এ।
নদীতে খোঁজ করে এখন পর্যন্ত আর কোন মরদেহ পাওয়া যায়নি। আগে উদ্ধার করা ৫ মরদেহের চার জনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা স্পীডবোট ও ডুবুরি নিয়ে নদীর এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন। এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এন্ড এক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ দসদেস্য তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তারা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করছেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ও আহতদের সঙ্গে কথা বলেন তদন্ত দল।