দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার ছাত্রলীগ নেতা লিংকন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন নিহত হয়েছেন।
বুধবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। এর আগে রাত ৮টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যরচক এলাকায় দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ নেতাসহ আহত হন তিনজন। গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। মাঝপথে মারা যান সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি লিংকন।