পর পর তিনবার ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ
- আপডেট সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পর পর তিনবার ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের সবচে’ বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান- বিকাশ।
২০১৯ ও ২০২০-এর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ৩৫টি ক্যাটাগরির শীর্ষ ১০২টি ব্র্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বিকাশ। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা পঞ্চমবারের মতো ‘মোস্ট লাভড্ ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ। নিয়েলসেন আই.কিউ-এর অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৩তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে’ দেশের সর্বাধিক গ্রহণযোগ্য ব্র্যান্ডকে সম্মাননা জানানো হয়। এক্ষেত্রে নিয়েলসেনের ‘উইনিং ব্র্যান্ডস’ পদ্ধতিতে দেশজুড়ে ৮ হাজার ভোক্তা-জরিপের মাধ্যমে এই সেরা ব্র্যান্ড নির্বাচিত করা হয়। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বেসিস-এর নব-নির্বাচিত সভাপতি রাসেল টি. আহমেদ এর হাত থেকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১ গ্রহণ করেন বিকাশের ইভিপি ও হেড অব ব্র্যান্ড- আশরাফ বারী।