লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম
- আপডেট সময় : ০৮:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় আমদানী কম হওয়ায় বৃদ্ধি পাচ্ছে দাম। আর ভোক্তাদের অভিযোগ সিন্ডিকেট করেই দাম বাড়ানো হচ্ছে। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে সোনালী,লেয়ারসহ সব রকম মুরগীর। বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেলসহ অন্যান্য সব নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে স্বল্প আয়ের মানুষের হিমশিম অবস্থা। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা এই চিত্র।
গেল দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০টাকা। পুষ্টি নির্ভর এ খাদ্যপণ্য গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা। দাম বেড়েছে সোনালী ও লেয়ার মুরগীরও। চাহিদার তুলনায় আমদানী কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
আর প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় প্রচন্ত ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ। তাদের দাবি, দাম বাড়ার কারণে এসব পণ্য ক্রয়ে তাদের এখন নাভিশ্বাস অবস্থা।
শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরণের সবজি।
এদিকে সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। চাষ করা মাছের দাম কিছুটা কম হলেও নদীর মাছের দাম চড়া।আগের দামেই বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস।
খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা।