চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল
- আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনার অতি সংক্রামক অমিক্রন ধরনের সংক্রমণ মোকাবিলায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।
ইসরায়েলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ার জন্য অমিক্রনকে দায়ী করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিল ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নাচম্যান অ্যাশ সাংবাদিকদের বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম—এমন লোকদের জন্য তিনি চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছেন। কম রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষেরা অমিক্রনে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা থেকে গবেষণার আলোকে টিকার চতুর্থ ডোজ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদনের আগে চতুর্থ ডোজ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে ইসরায়েল। ১৫০ স্বাস্থ্যকর্মীকে পরীক্ষামূলকভাবে এ টিকা দেয়া হয়।