দখল আর দূষণে বেহাল জামালপুরের বংশ খাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
জামালপুরের বংশ খাল দখল আর দূষণে বেহাল হয়ে পড়েছে। এক সময় পাল তুলে বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করলেও এখন তা প্রায় মৃত।
জামালপুর শহরের প্রধান সড়কের গেটপাড় থেকে প্রায় ৩ কিলোমিটার বংশ খালটি ব্রক্ষ্মপুত্র নদে গিয়ে শেষ হয়েছে। এই খাল দখল, ক্লিনিক্যাল বর্জ্য ো আর্বজনা ফেলায় দূষিত হয়ে এখন মরা ডোবা খালে পরিণত হয়েছে। এতে পানির গতি পথ নষ্ট হয়ে আর্বজার স্তুপে পরিণত হয়েছে। পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু জানিয়েছে, বংশ খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানির গতি প্রবাহ স্বাভাবিক করতে পৌর সভার পক্ষ থেকে শিঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।