১৯৯১-এর পর থেকে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে: জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
১৯৯১-এর পর থেকে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউশনে পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একথা বলেন তিনি।
জি এম কাদের আরো বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আমলারা দেশের মালিক- জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় সহযোগিতা করছে। একই ব্যক্তির কাছে রাষ্ট্রের সব ক্ষমতা থাকায় সাধারণ মানুষ সঠিক অধিকার ভোগ করতে পারছে না। একনায়কতন্ত্রী সরকারের পতন দাবি করে জিএম কাদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতা-কর্মীদের আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।