১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় বিকাশ ঘটছে না পর্যটন শিল্পের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / ১৫৬৬ বার পড়া হয়েছে

S.T Martin Island-which is called the "Beauty of the Bay".The 13 sq km island is a tropical treasure,situated 17 km away from teknuf,with beaches fringed with coconut palms,seashells & beautiful marinelife.Visitors can sea live coral,sea fish,sea birds,tortoise & varities live.Tourist can also plan a visit to CHHERA dwip,which is close to St.Martin Island.

এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় বিকাশ ঘটছে না পর্যটন শিল্পের। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সারা বিশ্বে পর্যটকের সংখ্যা ১০০ কোটিরও বেশি। ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা ১৬০ কোটির ছাড়াবে। বিপুল সংখ্যক পর্যটকের প্রায় ৭৩ শতাংশই ভ্রমণ করেন এশিয়ার দেশগুলোতে। বিশাল এই বাজারে প্রবেশ করতে পারলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ছিল নানা আয়োজন।

১ লাখ ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটারের ব-দ্বীপ বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যনোগ্রাভ বন, পাহাড় গিরিখাদে বাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বর্নিল সংস্কৃতি, বিস্তৃর্ণ জলরাশির অপার সৌন্দর্য্য এই ভূ-খন্ড। পর্যটনশিল্প বিকাশে এমন সব উপকরণ থাকার পরও জিডিপিতে প্রত্যক্ষ অবদানের ভিত্তিতে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম।

সিঙ্গাপুরের জাতীয় আয়ের ৭৫ শতাংশ, তাইওয়ানের ৬৫, হংকং এ ৫৫, ফিলিপাইনের ৫০, থাইল্যান্ডের জাতীয় আয়ের ৩০ শতাংশই আসে পর্যটন খাত থেকে।

বিশ্লেষকরা বলছেন, পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা আর প্রচার প্রচারণার অভাব এ খাত বিকাশে প্রধান প্রতিবন্ধকতা। প্রতি বছর এদেশ থেকে ৪৬ লক্ষ পর্যটক বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করতে গেলেও। বাংলাদেশে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা জানা নেই সরকারের। যদিও বেসরকারী হিসেব বলছে এর সংখ্যা মাত্র সাড়ে তিন লাখ।

সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে পর্যটন থেকে ভারতের আয় ১০ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার, মালদ্বীপে ৬০২ মিলিয়ন, শ্রীলঙ্কায় ৩৮৫, পাকিস্তানে ২৭৬ এমনকি নেপালেও আয় করে ১৯৮ মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই খাত থেকে বাংলাদেশ আয় মাত্র ৭৬.১৯ মিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় দেশজুড়ে। তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা দাবী করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, এই ঘটনা পর্যটনখাতে নেতিবাচক প্রচাব ফেলবে না।

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশ-এমনটাই প্রত্যাশা সবার।

 

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় বিকাশ ঘটছে না পর্যটন শিল্পের

আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

দেশে অপার সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় বিকাশ ঘটছে না পর্যটন শিল্পের। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সারা বিশ্বে পর্যটকের সংখ্যা ১০০ কোটিরও বেশি। ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা ১৬০ কোটির ছাড়াবে। বিপুল সংখ্যক পর্যটকের প্রায় ৭৩ শতাংশই ভ্রমণ করেন এশিয়ার দেশগুলোতে। বিশাল এই বাজারে প্রবেশ করতে পারলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ছিল নানা আয়োজন।

১ লাখ ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটারের ব-দ্বীপ বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যনোগ্রাভ বন, পাহাড় গিরিখাদে বাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বর্নিল সংস্কৃতি, বিস্তৃর্ণ জলরাশির অপার সৌন্দর্য্য এই ভূ-খন্ড। পর্যটনশিল্প বিকাশে এমন সব উপকরণ থাকার পরও জিডিপিতে প্রত্যক্ষ অবদানের ভিত্তিতে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম।

সিঙ্গাপুরের জাতীয় আয়ের ৭৫ শতাংশ, তাইওয়ানের ৬৫, হংকং এ ৫৫, ফিলিপাইনের ৫০, থাইল্যান্ডের জাতীয় আয়ের ৩০ শতাংশই আসে পর্যটন খাত থেকে।

বিশ্লেষকরা বলছেন, পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা আর প্রচার প্রচারণার অভাব এ খাত বিকাশে প্রধান প্রতিবন্ধকতা। প্রতি বছর এদেশ থেকে ৪৬ লক্ষ পর্যটক বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করতে গেলেও। বাংলাদেশে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা জানা নেই সরকারের। যদিও বেসরকারী হিসেব বলছে এর সংখ্যা মাত্র সাড়ে তিন লাখ।

সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে পর্যটন থেকে ভারতের আয় ১০ হাজার ৭২৯ মিলিয়ন মার্কিন ডলার, মালদ্বীপে ৬০২ মিলিয়ন, শ্রীলঙ্কায় ৩৮৫, পাকিস্তানে ২৭৬ এমনকি নেপালেও আয় করে ১৯৮ মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই খাত থেকে বাংলাদেশ আয় মাত্র ৭৬.১৯ মিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় দেশজুড়ে। তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা দাবী করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, এই ঘটনা পর্যটনখাতে নেতিবাচক প্রচাব ফেলবে না।

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশ-এমনটাই প্রত্যাশা সবার।