আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
- আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বরিশাল, দিনাজপুর ও সুনামগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
বরিশালের মুলাদী উপজেলার কাজিরহাটে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। ওমান প্রবাসী রাজিব নিয়ন্ত্রন হারিয়ে দুই সহযাত্রীসহ মোটর সাইকেল নিয়ে সড়কের পাশে গাছের সাথে আছড়ে পড়ে। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়। এদিকে, সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে একটি আন্তজেলা বাস খাদে পড়ায় এক যাত্রী নিহত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৩ বন্ধু নিহত হয়েছে। পুলিশ জানায়, মাইক্রোবাসকে সাইড দিয়ে গিয়ে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাত নিহত হয়। এসময় আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলে নিহত হয়।