রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে ওয়াশিংটন এবং তার মিত্ররা কড়া জবাব দেবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে রোববার এক টেলিফোনে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে ওয়াশিংটন এবং তার মিত্ররা কড়া জবাব দেবে।
বাইডেন বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। বাইডেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও সতর্ক করে বলেছেন, মস্কো যদি সাবেক সোভিয়েত দেশটিতে আক্রমণ করে তবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এই উত্তেজনার মধ্যেই রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য পাঠিয়েছে। যদিও রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন করাকে ন্যাটোর বিরুদ্ধে নিজেদের সুরক্ষা হিসাবে বর্ণনা করেছে ।