মাল্টা চাষ করে সাফল্যের নজীর স্থাপন করেছেন যশোরের মনিরামপুরের এক উদ্যোক্তা
- আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মাল্টা চাষ করে সাফল্যের নজীর স্থাপন করেছেন যশোরের মনিরামপুরের এক উদ্যোক্তা। মাত্র কয়েক বছরের ব্যবধানে ১৫ বিঘার বাগানে এখন প্রচুর পরিমান মাল্টা ধরেছে। এখানকার উৎপাদিত মাল্টা প্রতিদিন পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে।
মনিরামপুর উপজেলার রামনগরে ২০১৫ সালে ১৫ বিঘা জমিতে আফজাল হোসেন গড়ে তোলেন মিশ্র ফল বাগান। এখন তার বাগানে উন্নত জাতের মাল্টায় ভরে গেছে। বাগানের প্রতিটি গাছেই থরে থরে ঝুলছে মাল্টা। প্রতিদিন এই বাগানের উৎপাদিত মাল্টা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
শুধু মাল্টা চাষ করে সফল হননি কৃষক আফজাল হোসেন। মাল্টার পাশপাশি তার বাগান থেকে উন্নতজাতের চারা উৎপাদন করা হচ্ছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে চারা কিনে বাগান করছেন।
মিশ্র ফল বাগান চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরিসহ নানা সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।আফজাল হোসেনের এ মিশ্র ফল বাগানে মাল্টার পাশাপাশি আরও অন্তত ২১ প্রজাতির বিভিন্ন ফলের গাছ রয়েছে।