ইসরায়েলি উপকূলে দেশটির নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হাইফা শহরের কাছে ভূমধ্যসাগরের ইসরায়েলি উপকূলে দেশটির নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।
ফ্লাইটে তৃতীয় এক আরোহী ছিলেন একজন আকাশ পর্যবেক্ষক। মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিবিড় উদ্ধার অভিযানের পর দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে।হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তারা। ইসরায়েলি বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সব প্রশিক্ষণ ফ্লাইট বাতিল এবং ওই একই ধরণের সব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাইলটদের পরিবারকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের সহায়তা অব্যাহত রাখা হবে।