দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ
- আপডেট সময় : ০১:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে, ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নীলফামারী, দিনাজপুর পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে দিনাজপুরে তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। হিমেল হাওয়া বইছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪ থেকে ৬ কিলোমিটার।
ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক গাড়ি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। পৌষের শেষে যেন শীত জেঁকে বসেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে, ছিন্নমূল মানুষের শীত নিবারনে চলছ শীত বস্ত্র বিতরণ।
গোপালগঞ্জে ঘন কুয়াশার সাথে বইছে হিমলে হাওয়া। বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে কষ্ট বেড়ে গেছে। শীত উপক্ষো করে কাজে বের হচ্ছে খেটে খাওয়া মানুষেরা।