৭ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের দূর্গানগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম
- আপডেট সময় : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি দূর্গানগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম। রাত হলে পরিষদ ভবন যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। সরকারের কোটি টাকায় নির্মিত এই ভবন এখন মাদকসেবীদের আড্ডাস্থলে রুপ নিয়েছে। এতে, সুবিধা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। তবে, ইউএনও বলছেন- ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করতে চেয়ারম্যানকে তাগিদ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ হলেও শুরু হয়নি নাগরিক সেবা কার্যক্রম। ২০১৬ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দূর্গানগর ইউনিয়নের বাবলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করেন। এলাকাবাসীর অভিযোগ- ওই ভবনের পরিবর্তে ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলীর সেচ্ছাতারিতায় উল্লাপাড়ার রেল ষ্টেশন এলাকায় অন্য একটি ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে।
ইউনিয়ন পরিষদ ওই ভবনে কার্যক্রম চালু না হওয়ায় সেখানে মানুষের পরিবর্তে গরু ছাগল আনাগোনা করে। সন্ধা নামলে ভবনটি ভুতুড়ে বাড়ি বলে মনে হয় ইউনিয়নের সুবিধা বঞ্চিত নাগরিকদের।
সরকারি টাকায় নির্মিত এই কমপ্লেক্স এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত। তবে দুই জায়গাতেই কার্যক্রম পরিচালনা করা হয় বলে দাবি এই জনপ্রতিনিধির।
সেবা পেতে এলাকাবাসী ইতোমধ্যেই ইউনিয়ন পরিষদ ভবনটি নিয়মিত ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে তাগিদ দিয়েছি বলে জানালেন এই কর্মকর্তা।
পরিষদ চালু করে ইউনিয়নবাসীর সকল সুযোগ সুবিধায় কাজ করবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই প্রত্যাশ সুবিধা বঞ্চিত হাজারো নাগরিকের।