ওমিক্রন নিয়ে উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ওমিক্রন নিয়ে উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যে কোন ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করছে সংস্থাটি। এদিকে, বিশ্বে একদিনে ২৫ লাখ শনাক্তের রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। অন্যদিকে, ভারতে এক লাফে করোনা শনাক্ত লাখ ছুঁই ছুঁই করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ক্যাথরিন স্মলউড সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। প্রবল সংক্রমণের মধ্যেই জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনো রূপ। ইউরোপে মহামারি শুরুর সময় থেকে মোট ১০ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে গত বছরের শেষ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০ লাখ।
কানাডার অন্য প্রদেশের তুলনায় আলবার্টা প্রদেশে রেকর্ড সংখ্যক চার হাজার ৭৫২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘন্টায় প্রদেশটিতে মারা গেছেন ১১ জন। দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা।
লাখের দোরগোড়ায় পৌঁছে গেছে ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। এছাড়াও রাজস্থানের উদয়পুরে অমিক্রন ধরনে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে দেশটিতে।
পাকিস্তানেও এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ। দেশের স্বাস্থ্যব্যবস্থা চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। অক্সিজেনের সংকট মোকাবিলায় এখনি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে খাবারের জন্য কাঁদছে মানুষ। শহরটিতে ১৩ দিন ধরে অবরুদ্ধ এক কোটি ৩০ লাখ মানুষ। এতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। মাত্র তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ায় দেশটির এক কোটি ২০ লাখ জনংসখ্যার শহর ইউজুতে জারি করা হয়েছে লকডাউন।