ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরীতে ট্রলার ডুবি ঘটনায় তৃতীয়দিনে উদ্ধার অভিযান শুরু
- আপডেট সময় : ০২:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরীতে ট্রলার ডুবি ঘটনায় তৃতীয়দিনে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল।
শুক্রবার সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। নদীর দুইপাশের তীরে নিখোঁজদের স্বজনরা তাদের অপেক্ষা করছে। নিখোঁজ রয়েছেন শিশুসহ ৯ জন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশর অফিসার আলম হোসেন জানান, কুয়াশার এ কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে। নদীতে কয়েকটি ভাগে উদ্ধার অভিযান চলছে। নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। এখনো ডুবে যাওয়া ট্রলার ও কোন মরদেহ সন্ধান পাওয়া যায়নি। এদিকে, ট্রলার ডুবির কারন অনুসন্ধানে সদর উপজেলা নির্বাহী কর্মকতাকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এম ভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসানসহ গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানী আগামী রোববার।