রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে । পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে। নিহত দুজনেই পথচারী। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও অপর দু’জন গুরুতর আহত হন। এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।