আরবেরি হত্যা মামলায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক আহমদ আরবেরি হত্যা মামলায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালত।
সাজা শুনানির সময় আরবেরির আত্মীয়রা বিচারককে তিনজনের প্রতি কোনো দয়া না দেখানো অনুরোধ করেন। অপরদিকে আসামিদের আইনজীবীরা দাবি করেন, তিনজনের কেউই আরবেরিকে ইচ্ছা করে হত্যা করেনি। গত বছরের নভেম্বরে জর্জিয়ার বিচারকরা আহমেদ আরবেরি হত্যায় এই তিনজনকে দায়ী করেন। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জর্জিয়ার ব্রুনসউইক শহরে সকালে হাঁটতে বের হলে ২৫ বছর বয়সী আহমদ আরবেরিকে চোর ভেবে গুলি করা হয়।মারাত্মক আহত অবস্থায় আরবেরিকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। শ্বেতাঙ্গদের হাতে নিরস্ত্র আরবেরির মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে।