১৪ দিনের ব্যবধানে আবারো একটি লঞ্চে আগুন লেগেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
১৪ দিনের ব্যবধানে আবারো একটি লঞ্চে আগুন লেগেছে। চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী-৯ নামের লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এমভি সুরভী ৯-এ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই লঞ্চের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পায় লঞ্চ ও যাত্রীরা। পরে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছে যায় লঞ্চটি। সংবাদ সংগ্রহের জন্য লঞ্চঘাটে সাংবাদিকরা গেলে তাদের ওপর হামলা চালায় কর্মচারীরা। এসময় দুইজন আহত হয়।