হাতিরঝিল-আমুলিয়া-ডেমরা মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করবে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দুর্ভোগ কমাতে রাজধানীর হাতিরঝিল-আমুলিয়া-ডেমরা মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করবে সরকার। এটি বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ- পিপিপি’র ভিত্তিতে একটি প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
সকালে ঢাকার একটি হোটেলে এ বিষয়ে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন ও চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই হয়। সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর এবং চীনা কনসোর্টিয়ামের পক্ষে ফ্যাং মিং এই চুক্তিতে সই করেন। এক্সপ্রেসওয়ে চালুর পর হাতিরঝিল থেকে ডেমরা পর্যন্ত সড়ক ও মহাসড়কের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার কমে হবে ১৩ কিলোমিটার। ১ ঘণ্টার বদলে এই মহাসড়কে চলাচলেও সময় লাগবে ১০ মিনিট। তবে, নির্মাণে প্রায় চার বছর সময় লাগবে বলে জানানো হয়।