ভারতে মাদার তেরেসার দাতব্য সংস্থার বিদেশি অনুদান আনার বাধা কাটল
- আপডেট সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভারতে মাদার তেরেসার দাতব্য সংস্থার বিদেশি অনুদান আনার বাধা কাটল। সংস্থাটি আগের মতোই বিদেশি অর্থ পাবে। কিছুদিন আগে বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স স্থগিত করেছিল ভারত সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি অনুদানের ছাড়পত্র তালিকা থেকে বাদ পড়েছিল মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি। সংস্থাটির অ্যাকাউন্ট জব্দ করারও অভিযোগ উঠেছিল। তবে, চ্যারিটি কর্তৃপক্ষ জানায়, সরকার তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেনি। বরং সংগঠনের পক্ষ থেকেই সব শাখাকে বিদেশি মুদ্রা সংক্রান্ত লেনদেন বন্ধ রাখতে বলা হয়। মাদার তেরেসার সংস্থার ছাড়পত্র বাতিল হওয়ার পরই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মেসিডোনিয়া থেকে আসা রোমান ক্যাথলিক মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতা-ভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ক্যাথলিকদের সাহায্য সংস্থার মধ্যে এটি বিশ্বের অন্যতম সুপরিচিত একটি সংস্থা। সংস্থাটি ভারতে পরিত্যক্ত শিশুদের জন্য হোম ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করে।