দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০৯:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্টে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। প্রথম দিন বাংলাদেশ বোলারদের শাসন করেছেন কিউই ব্যাটাররা। অধিনায়ক টম লাথামের সেঞ্চুরিতে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান।
সেঞ্চুরি তুলে আলো ছড়ানো লাথাম অপেক্ষায় আছেন ডাবল সেঞ্চুরির। অপরাজিত আছেন ১৮৬ রানে। শতকের অপেক্ষায় আছেন ডেভন কনওয়ে, ৯৯ রানের অপরাজিত থেকে। এর আগে, টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন উইল ইয়ং আর টম লাথাম। ৫৪ রানে ইয়ং ফিরলে ভাঙ্গে এই জুটি। ইয়ংকে ফেরান শরিফুল ইসলাম। এরপর দলের আর কোন বিপদ হতে দেননি লাথাম ও ডেভন কনওয়ে। ২০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন পার করে এই দুই ব্যাটার। দুই পরিবর্তন নিয়ে এই টেস্টে খেলছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে নাঈম শেখ আর মুশফিকের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান। প্রথম টেস্টে জিতে দুই ম্যাচের সিরিজ এগিয়ে আছে বাংলাদেশ।