রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয় ও দলীয় প্রতীকের ব্যবহারে সহিংসতা বেড়েছে ইউপি নির্বাচনে
- আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয়, নির্বাচনকে ব্যবসায় পরিণত ও দলীয় প্রতীক ব্যবহার করায় ইউপি নির্বাচনে সহিংসতা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে জানান তারা। এসএটিভিকে এসব কথা জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও পর্যবেক্ষক বদিউল আলম মজুমদার।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট গ্রহণের দিনে এক বিজিবি সদস্যসহ ১০ জন নিহত ও আহত হয় দুই শতাধিক। প্রথম ধাপ থেকেই নির্বাচন ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয় দ্বিতীয় ধাপে। ওই ধাপে ভোটের দিন ও আগে-পিছে অন্তত ৩০ জন নিহত হয়। এসব ঘটনার জন্য ক্ষমতাসীন দলের প্রার্থী, নেতা-কর্মী, প্রশাসনের দুর্বলতাসহ আরও কিছু বিষয়কে দায়ী করছেন পর্যবেক্ষকরা। তৃণমূল রাজনীতিতে অস্বচ্ছতা ও অনৈতিক কর্মকান্ড বাড়ায় এসব সহিংসতা হচ্ছে বলে মনে করেন তারা।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আইন-শৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে।
৩১ জানুয়ারি যষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে এবারের নির্বাচন।
পাঁচ ধাপের নির্বাচনে এখন পর্যন্ত প্রায় ৯০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়ছেন তিন শতাধিক।