খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৩ নারী শ্রমিকসহ ৪ ভ্যানযাত্রী নিহত
- আপডেট সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার বটতল দক্ষিণ পাড়া এলাকায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৩ নারী শ্রমিকসহ ৪ ভ্যানযাত্রী নিহত হয়েছে। অন্যদিকে, গাজীপুর, পাবনা ও চুয়াডাঙ্গায় ট্রেন এবং সড়ক দুর্ঘটনায় আরো ৫ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ভ্যানটি খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বটতল দক্ষিনপাড়া এলাকায় পৌছলে ঝিনাইদহগামী দ্রুত গতির একটি ড্রাম ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ নারী ও ভ্যান চালক নিহত হয়। নিহত ও আহতরা সবাই জাপান টোবাকো নামের একটি তামাক কোম্পানির শ্রমিক।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ১১টার দিকে টঙ্গী নতুন বাজারে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেয়ার পথ মৃত্যু হয় তার। অন্যদিকে, রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পুরুষ নিহতের খবর পাওয়া গেছে।
পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশার সাথে গরু বোঝাই ভটভটির সংঘর্ষে নিহত হয়েছেন আরও দুজন। পাবনা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দিকশাইলে পৌছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। সকালে চুয়াডাঙ্গায়- ঝিনাইদহ মহা সড়কের ৮ মাইল নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।