খুলনা বিসিক শিল্প এলাকার দুটি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশার কারণে দুর্ভোগে প্রতিষ্ঠানগুলো
- আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
খুলনার শিরোমনি বিসিক শিল্প এলাকার দুটি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশার কারণে দুর্ভোগে পড়েছে প্রতিষ্ঠানগুলো। পুরাতন চেকপোষ্ট থেকে জুট স্পিনার্স সড়কটি খানাখন্দে ভরা। ফলে এ সড়কে গড়ে ওঠা প্রতিষ্ঠানের মালামাল সরবরাহ করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।শিল্প নগরী কর্মকর্তা বললেন,সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে, পাওয়া মাত্র কাজ শুরু করবেন তারা।
১৯৬৬ সালে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কথা চিন্তা করে খুলনা নগরী থেকে ১৫ কিলোমিটার উত্তরে খানজাহান আলী থানাধীন শিরোমণি এলাকায় বিসিক শিল্প এলাকা গড়ে তোলা হয়।৪৪ দশমিক ১০ একর জমিতে পল্ট করা হয় ২৪০টি ।যা অনেক আগেই উদ্যোক্তাদের কাছে বণ্টন করা হয়েছে।বর্তমানে ৯৬টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে ২৪টি খাদ্যজাত, কেমিক্যাল ২২টি, বনজ পাঁচটি, প্যাকেজিং চারটি, ইঞ্জিনিয়ারিং ১৪, লেদার একটি ও ২১টি রুগ্ন শিল্প ইউনিট।
শিল্পাঞ্চলের দুটি রাস্তার অবস্থা খুবই খারাপ,যা যান চলাচলের অযোগ্য।খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে মালবোঝাই ট্রাক প্রবেশ করতে পারে না। শিরোমণি-সংলগ্ন মুল সড়কে ট্রাক আনলোড করে পরে তা অন্য কোনোভাবে কারখানায় নিয়ে আসা হয়।এতে বাড়তি খরচসহ নষ্ট হচ্ছে সময় ।রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীরা।
খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কথা স্বীকার করে বিসিক কর্মকর্তা বললেন,এখানকার প্রতিষ্ঠানগুলো নানা সমস্যার মধ্যে আছে।তবে রাস্তা ও ড্রেনেজ মেরামত করতে সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে, পাওয়া মাত্র কাজ শুরু করবে।
আশ্বাস নয়, দ্রুত রাস্তা সংস্কার করে ব্যবসায়ীদের ব্যবসা করার পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছে খুলনায় বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীরা।