সীমান্তবাসীদের জন্য পাসপোর্ট-ভিসার বদলে বিজিবি’র স্বল্পমেয়াদী অনুমতি পত্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সীমান্ত হত্যা ও অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদী অনুমতি পত্র চালু করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড…. বিজিবি। এরইমধ্যে বিএসএফ ও ভারত সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে।
দুপুরে নওগাঁর মহাদেবপুরে বাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় মহড়া পরিদর্শন করেন তিনি। এ সময় আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপারে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। স্থানীয়রা জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া ভারতে গেলে তখন সেটা অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। এই স্বল্পমেয়াদী অনুমতিপত্র দিয়ে অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে বলে আশা করেন তিনি।