দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী অপশক্তি : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। সকালে রাজধানীর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তারা। এর আগে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বিউগলে বাজানো হয় করুণ সুর। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন ।
দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, মুজিববিহীন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার।
এসময় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিনাশের আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরাও। মুজিব আদর্শে দেশকে এগিয়ে নিতে নিজেদের অনুভূতির কথা জানান তারাও।
এছাড়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি অভিযোগ করেন, রাজনীতির স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে একটি মহল।