নাশকতার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নাশকতার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন। সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার জানান, ১০ আসামির প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৩ সাল ভাষাণটেক থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় এই আদেশ দেয় আদালত। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল-অবরোধ ডাকে বিএনপি।