কাজাখস্তানে বিক্ষোভ চলছেই, আটক ১০ হাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় এ পর্যন্ত নয় হাজার নয়’শ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সহিংসতার জেরে দেশজুড়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ইন্টারনেট সংযোগ।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। একই সঙ্গে দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ৬ জানুয়ারি সহিংসতা নিয়ন্ত্রণে সৈন্য পাঠায় রাশিয়া। এর ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাজাখ কর্তৃপক্ষ ও সরকার বিক্ষোভ মোকাবিলায় সক্ষম। তারপরও তাদের বাইরের সহায়তা নেওয়ার বিষয়টি পরিষ্কার নয়।