আফগানিস্তানে মর্টার বিস্ফোরণে প্রাণ গেল ৯ শিশুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গতকাল আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে একটি মর্টার শেল বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা জানায়, লালোপার জেলায় খাদ্য সামগ্রীর গাড়ি পুরনো একটি মর্টাল শেলে আঘাত করলে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা জায়নি। নানগরহর প্রদেশের গভর্নর জানায়, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দশকের যুদ্ধ-সংঘাতের কারণে আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে বেশি অবিস্ফোরিত স্থল মাইন ও অন্যান্য গোলাবারুদ রয়েছে। ফলে প্রায়ই বিভিন্ন কারণে এমন বিস্ফোরণে ভুক্তভোগী হচ্ছে আফগান শিশুরা।