বছরের প্রথম এল ক্ল্যাসিকোয় আজ মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বছরের প্রথম এল ক্ল্যাসিকোয় আজ মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। যদিও দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকায় আকর্ষণ হারিয়েছে ঐতিহাসিক লড়াই। প্রথমবার এল ক্ল্যাসিকো দেখবে মধ্যপ্রাচ্য।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে লড়বে দুদল। মেসি, রোনালদো, রামোসদের ছাড়া জৌলুস হারিয়েছে এল ক্ল্যাসিকো। তবে ভিনিসিউস, আনসু ফাতি, ফেরান-তোরেসদের চ্যালেঞ্জ থাকছে ঐতিহ্য ধরে রাখার। প্রথমবারের মতো ইউরোপের বাইরে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১ টায় শুরু হবে ম্যাচটি। দু’দলের ২৪৭ দেখায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৯৯ জয়ের বিপরীতে হেরেছে ৯৬ টি। ড্র ৫২ ম্যাচ।