নারীর ক্ষমতায়ন ও সক্রিয় থাকার তাগিদ দিয়েছেন স্পীকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে নারীর ক্ষমতায়ন ও সক্রিয় থাকার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সকালে ঢাকা সেনানিবাসে উইমেন পিস এন্ড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে কোন দুর্যোগে নারী প্রান্তিক অবস্থানে থাকে। এসময় নারীদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। স্পিকার বলেন, বৈশ্বিক শান্তি নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সামগ্রিক উন্নয়নে দরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন। এই ক্ষমতায়ন তৃণমূল থেকে নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানান তিনি। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে উন্নয়নের পূর্ব শর্ত হল নারীর নিরাপত্তা। তা নিশ্চিতে বাংলাদেশ বরাবরই সোচ্চার বলে জানান স্পীকার।