কাল থেকে ঘরের বাইরে মাস্ক না পরলে জেল-জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কাল থেকে ঘরের বাইরে মাস্ক না পরলে জরিমানা ও প্রয়োজনে জেল দেওয়া হতে পারে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিকেলে রাজধানীর বিপিসিএস প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
ওমিক্রন ঠেকাতে ১১ দফা নির্দেশনা কার্যকর হচ্ছে আগামীকাল থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক সভা সমাবেশ সীমিত এবং বন্ধ করা। যা কঠোরভাবে বাস্তবায়ন শুরু হবে বৃহস্পতিবার থেকে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই অবস্থায় বাণিজ্য মেলা চলতে পারে না। এমনকি নারায়ণগঞ্জ নির্বাচন নিয়েও শংকা আছে। তবে তা বন্ধ করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না।
মন্ত্রী বলেন, এবার হাসপাতালে আগের মতো চাপ হতে দেয়া যাবে না।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ছিল অনুষ্ঠানে সব বক্তার কন্ঠে।