উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত এমন পাঁচজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত এমন পাঁচজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওই পাঁচ ব্যক্তি গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরঞ্জাম সংগ্রহের সঙ্গে জড়িত বলে দাবি দেশটির।
উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্র যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়া অবৈধভাবে গণবিধ্বংসী অস্ত্রের জন্য সরঞ্জাম সংগ্রহ করছে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। কূটনৈতিকভাবেও বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।