গাইবান্ধার সাদুল্লাপুরে আ’লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে উভয়পক্ষের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
গেলরাতে সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজারে এই ঘটনা ঘটে। ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ময়নুল প্রধান ও আওয়ামী লীগের প্রার্থী নুর আলম মন্ডল নীরবের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ১০জন আহত হন। এ সময় অফিসের সামনে থাকা ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।